মিলানে বিজয় টিভির প্রতিনিধির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাজমুল হোসেন, মিলান ইতালি থেকে : সম্প্রতি বাংলাদেশ থেকে প্রচারিত নতুন টিভি চ্যানেল বিজয় টিভির ইতালি প্রতিনিধির সাথে মিলানের কমিউনিটির নেতৃবৃন্দদের সাথে পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে | ১ লা জুন শনিবার স্থানীয় গান্ধী রেস্টুরেন্টে বিকাল ৫ টায় পরিচিতি সভায় সভাপতিত্ব করেন বাংলা প্রেস ক্লাবের আহবায়ক কবির উদ্দিন আহমেদ | শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মিলান সন্দ্রিও মসজিদের ইমাম মুন্সী আবুল হুসেন | অনুষ্ঠানে স্বাগত বক্তৈব্ব রাখেন বিজয় টিভির ইতালি প্রতিনিধি আল আমিন | তিনি তার বক্তৈব্বে বিজয় টিভির এমডি রুমেল আহমেদে এর পাঠানো লিখিত বক্তৈব্ব পাঠ করে শুনান | তিনি উপস্থিত সকল কমিউনিটির নেতৃবৃন্দদের ধন্যবাদ জানান এবং সহযোগিতা কামনা করেন | পরিচিতি সভায় শুভেচ্ছা বক্তৈব্ব রাখেন মিলান বিএনপির সভাপতি হাবিবুর রহমান আইয়ুব,মিলান আওয়ামীলীগের সভাপতি শাহাদাত হোসেন সাহা,আকরাম হোসেন |
অনুষ্টানে মিলান কমিউনিটির সকল নেতৃবৃন্দদের পরিচয় করিয়ে দেন কাওসার হাওলাদার | উপস্থিত ছিলেন নাগরিক ঐক্য কমিটির সভাপতি সালাউদ্দিন আহমেদ,মিলান মুক্তিযুদ্ধা সংসদের সভাপতি সিরাজুল ইসলাম গাফফার,নাগরিক কমিটির সাধারণ সম্পাদক খান রুকন উদ্দিন আহমেদ,মিলান বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন,মিলান বিএনপির সহ সভাপতি খান এমদাদ হোসেন,মিলান বিএনপির সাধারণ সম্পাদক হুসাইন মোহাম্মদ মনির,নাগরিক কমিটির সহ সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান,মিলান মুক্তিযুদ্ধা সংসদের সাধারণ সম্পাদক জাকির হোসেন,বিশিষ্ট কমিউনিটি নেতা মফিজুর রহমান,কুমিল্লা সমিতির সভাপতি শাহ আলম,মাসিক প্রবাস বাংলার সম্পাদক মোসলেহ উদ্দিন খোকন,মিলানের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালেক রিন্টু,মাসিক স্বদেশ বিদেশ এর মিলান ব্যরো প্রধান সেলিনা আক্তার,
নাগরিক কমিটির শাহ আলম,মিলান বিএনপির সাংঘটনিক সম্পাদক হুমায়ুন কবির,বিএনপি নেতা হারুন উর রশিদ,রাজৈর উপজেলার সাবেক সম্পাদক সাইদুর রহমান,মিলান যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম জামান,মাসিক প্রবাস বার্তার সম্পাদক তুহিন মাহমুদ,মনচার সংঘটক শাহ আমানত উল্ল্যা রাজু,এনামুল হোসেন প্রমুখ |
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিলানের বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক,সাংস্কৃতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ,মিলানের সংবাদ কর্মীবৃন্দ | পরিচিতি সভা শেষে বিজয় টিভির সফলতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় | পরিচালনা করেন ইমাম মুন্সী আবুল হুসেন |