মৌলভীবাজারে ছাত্রদলের ২ কর্মী আটক
প্রকাশিত হয়েছে : ২ জুন, ২০১৩ ৫:১৪ পূর্বাহ্ণ | সংবাদটি ৫৬৯ বার পঠিত
জেলার কমলগঞ্জ উপজেলায় ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের এবং ছাত্রদলের দুই কর্মী আটক করা হয়েছে। রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
কমলগঞ্জ উপজেলার ওসি নিহার রঞ্জন নাথ জাস্ট নিউজকে জানান, উপজেলা ছাত্রলীগ নেতা সানোয়ার হোসেনের দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার বকুল নগর এলাকার মুহিদ মিয়ার ছেলে সুহেল ও আলেপুরের অকিল দাসের ছেলে অসিম দাস। তারা উভয়ই কমলগঞ্জ ডিগ্রি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র।
উল্লেখ্য, দুপুরে পূর্ব শত্রুতার জের ধরে ছাত্রলীগ ও ছাত্রদল সংঘর্ষের ঘটনা ঘটেছিল।