জামিন পেলেন এম কে আনোয়ার ও বরকতউল্ল্যাহ বুলু

ডেস্ক রিপোর্ট : বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার এমপি ও বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু এমপি জামিন পেয়েছেন। রবিবার সকাল সোয়া ১০টার দিকে মহানগর দায়রা জজ জহুরুল হকের আদালতে এই দুই নেতার আলাদা দুই মামলার জামিন বিষয়ক শুনানি আনুষ্ঠিত হয়। এ সময় আসামিদের পক্ষে এডভোকেট সানাউল্লাহ মিয়া, এডভোকেট মাসুদ আহমেদ তালুকদারসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষে পিপি আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা না করে বলেন, যেহেতু আসামিরা সংসদ সদস্য, আগামীকাল ৩ জুন সংসদ অধিবেশন শুরু হচ্ছে, তাই আসামিরা সংসদে যোগদানের শর্তে জামিন পেতে পারেন।
আদালত উভয়পক্ষের শুনানি শেষে জামিনের আদেশ দেন।
উল্লেখ্য, এম কে আনোয়ারকে মানহানি ও ধর্মীয় উস্কানির মামলায় গত ২৭ মে সিএমএম আদালত জেলহাজতে পাঠিয়ে দেন। বরকতউল্লাহ বুলু এমপিকে ১৫ মে কাশিমপুর কারাগারের ফটক থেকে গ্রেফতার দেখিয়ে ১১ মার্চের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভাংচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডের আবেদন করলে ১৬ মে সিএমএম আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান। ওই দুই মামলায় রবিবার সকালে এম কে আনোয়ার ও বরকতউল্লাহ বুলু জামিন পেলেন।