‘‘বিরোধী দল হিসেবে বলেছি, বিশেষ দূত হিসেবে নয়’’

নিউজ ডেস্ক :: পৌরসভা নির্বাচন থেকে শুরু করে আগামী দিনে সকল নির্বাচনেই জাতীয় পার্টি প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
বুধবার বিকেলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিষ্টার দিলারা খন্দকার শিল্পীর পলাশবাড়ির বাসভবনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল কর্মসূচিতে যোগদানের শুরুতে তিনি এ কথা বলেন।
আপনি প্রধানমন্ত্রীর বিশেষ দূত, কিন্তু আপনি বলছেন দেশে গনতন্ত্র নেই, আপনার এমন অবস্থানের কারণ কি? এ প্রশ্নের জবাবে এরশাদ বলেন, দলীয়ভাবে জাতীয় পার্টি বিরোধী দল। বিরোধী দল হিসেবে ওই বক্তব্য, বিশেষ দূত হিসেবে নয়।
এরশাদ আরও বলেন, একের পর এক বিদেশি হত্যা এগুলো সরকারের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র। যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় সম্পর্কে তিনি বলেন, আদালতের কার্যক্রম নিয়ে কোন মন্তব্য নেই। দিলারা খন্দকার শিল্পীর ব্যক্তিগত উদ্যোগে নেয়া এই কর্মসুচিতে পলাশবাড়ি উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।