শনিবার দেশে ফিরছেন খালেদা
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর, ২০১৫ ৮:০১ পূর্বাহ্ণ | সংবাদটি ৬৪০ বার পঠিত

নিউজ ডেস্ক : আগামী শনিবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে তার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, শনিবার বিকালে চেয়াপারসনের দেশে ফেরার কথা রয়েছে।
প্রসঙ্গত, গত ১৫ সেপ্টেম্বর রাতে খালেদা জিয়া লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তার লন্ডন যাওয়ার তারিখ যেমন বারবার পরিবর্তন হয়েছে, তেমনি দেশে ফেরা নিয়েও নানা তথ্য পাওয়া যাচ্ছে।