সাকা চৌধুরী ও মোজাহিদের ফাঁসির রায় বহাল রাখার সংবাদে জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ইন ইউকে‘র মিষ্টি বিতরণ ও আনন্দ সমাবেশ

এ কে মামুন, যুক্তরাজ্য থেকে :: যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন ও জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবীতে বিশ্বব্যাপী ক্যাম্পেইনরত সংগঠন জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ইন ইউকের উদ্যোগে সাকা চৌধুরী ও মোজাহিদের ফাঁসির রায় বহল রাখার সংবাদে গত ১৯শে নভেম্বর বৃটেনের কমিউনিটি সেন্টারে এক আনন্দ সমাবেশ ও মিষ্টি বিতরনের আয়োজন করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা কনভেনার কমিউনিটি লিডার সাবেক ছাত্রনেতা মকিস মনসুর আহমদের সভাপতিত্বে এবং ডেপুটি কনভেনার ৭১ এর বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় অনুষ্ঠত আনন্দ সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা এম এ মান্নান, শেখ তাহির উল্ল্যাহ, মুক্তযোদ্ধা সৈয়দ রেজাউল হক, নূরুল ইসলাম বেলাল, শামসুজ্জামান বাহার, মাহবুব আলম চৌধুরী, রকিব মিয়া, লিয়াকত আলী, মোস্তফা কামাল বাবলু, হিরন মিয়া, সিতার মিয়া, জয়নাল ইসলাম, আসাদ মিয়া, আং ওয়াদুদ, সেলিম আহমদ, মুহিবুর রহমান মুহিব, শাহ শাফি কাদির, এম এ রউফ, আবুল কালাম মুমিন, আলমগীর আলম, জহির উদ্দিন আলী, খায়রুল আরম লিংকন, রকিবুর রহমান, এবি রুনেল, শামীম আহমদ, হাবিবুর রহমান মকবুল, ফেরদৌস রহমান, জুবায়ের আহমদ সেলিম, আমিনুর রহমান কাবিদ, আমজদ হোসেন সানি, জাকির হোসেন খান, মুহিদ রহমান, এম এ রব, আনহার মিয়া, ফখরুল ইসলাম, রুহুল আমিন, সিতাব আলী, আব্দুল ওয়াহিদ বাবুলসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ইন ইউকে‘র কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা কনভেনার সাবেক ছাত্রনেতা মকিস মনসুর আহমদ সাকা ও মোজাহিদের রায় বহাল রাখায় সন্তোষ প্রকাশ করে অবিলম্বে রায় কার্যকর করার জোর দাবী জানান।
এদিকে জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ইন ইউকে‘র কনভেনার মকিস মনসুর আহমদ ও ডেপুটি কনভেনার মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মানিক এক যুক্ত বিবৃতিতে জানান শিবিরের রাজনীতি নিষিদ্ধের যথাযথ পদক্ষেপ গ্রহনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।