সংবাদ সম্মেলন:সুপ্রিম কোর্ট বারের পথে মুজাহিদের পরিবার

নিউজ ডেস্ক:: সুপ্রিম কোর্টের রিভিউ রায় পরবর্তী বিভিন্ন অবস্থা নিয়ে আর কিছুক্ষণ পরই সংবাদ সম্মেলন করবে একাত্তরের মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পরিবার। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সংবাদ সম্মেলনে অংশ নিতে ইতোমধ্যেই দুটো মাইক্রোবাসে করে বেলা ১০টা ২০ মিনিটে উত্তরায় মুজাহিদের বাড়ি মিশন তামান্না ত্যাগ করেন তার পরিবার। পরিবারের সদস্যদের মধ্যে আছেন মুজাহিদের দুই ছেলে, স্ত্রী, দুই ভাই, বোন, বোনের স্বামী, ভাগ্নে ও ভাগ্নি।
এর আগে শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর সংবাদ সম্মেলনের বিষয়টি জানান।
তিনি বলেন, আমাদের পক্ষের আইনজীবীরা গতকাল (১৯ নভেম্বর বৃহস্পতিবার) একটি লিখিত অবেদন করেছিলেন বাবার সঙ্গে দেখা করার জন্য। আজ (২০ নভেম্বর) সাড়ে ১০টায় কারা কর্তৃপক্ষের জানানোর কথা ছিলো। কিন্তু তারা জানায়নি। তিনি আরও বলেন, সার্বিক বিষয়ে শনিবার দুপুর ১২টায় পরিবারের পক্ষ থেকে আমরা সংবাদ সম্মেলন করবো।