সিলেটে জামায়াতের হরতালে আওয়ামী লীগের মিছিল
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর, ২০১৫ ৭:২৩ পূর্বাহ্ণ | সংবাদটি ৫৫৮ বার পঠিত

নিউজ ডেস্ক : সিলেটে জামায়াতের ডাকা হরতালে বড় কোনো প্রভাব পড়েনি। কঠোর অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সোমবার সকাল ৬টায় হরতাল শুরু হয়। হরতালে সিলেট নগরীর বিভিন্ন স্থানে সরেজমিনে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান লক্ষ্য করা যায়।
জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে সোমবার দুপুর সোয়া ১২টার দিকে কোর্ট পয়েন্ট থেকে বিশাল মিছিল বের করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে মিছিলটি শহীদ মিনারে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
রিকশা, সিএনজি অটোসহ বিভিন্ন যানবাহন নগরীতে চলাচল করছে। তবে,স্বাভাবিকের চেয়ে সেটা কম।
মানবতাবিরোধী অপরাধে দলটির সেক্রেটারি আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে এই হরতাল ডেকেছে জামায়াত।