মৌলভীবাজার ৩ আসনে সৈয়দা সায়রা মহসীন সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ওয়েলস আওয়ামীলীগ নেতৃবৃন্দের অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর, ২০১৫ ৮:৩৭ অপরাহ্ণ | সংবাদটি ৮৮১ বার পঠিত

মৌলভীবাজার ৩ আসনে সৈয়দা সায়রা মহসীন বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়া ওয়েলস আওয়ামীলীগের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
যুক্তরাজ্য আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও ওয়েলস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মকিস মনসুর আহমদ এবং ওয়েলস আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ মালিক এক যুক্ত বিবৃতিতে সদ্য প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর পত্নী সৈয়দা সায়রা মহসীনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন সৈয়দা সায়রা মহসীন এমপি মৌলভীবাজারের উন্নয়নে কাজ করে যাবেন এবং তার মরহুম স্বামী সৈয়দ মহসীন আলীর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে সচেষ্ট হবেন। তারা সায়রা মহসীন এমপি‘র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।