ইন্টারভিউ দিতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী
নিউজ ডেস্ক :: রাজধানীর তুরাগ থানাধীন রাজাবাড়ী এলাকায় চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে তরুণী ধর্ষণের অভিযোগ উঠেছে।
জানা গেছে, তুরাগের রাজাবাড়ী এলাকার অঞ্জনা (১৮) নামে একজন তরুণী গত ২৪ নভেম্বর চাকরির ইন্টারভিউ দিতে রাজাবাড়ীর জাহিদ এ্যাম্বডারি ফেক্টুরিতে যায়। ইন্টারভিউ শেষে মোবাইলে কথাবার্তার সূত্রে পূর্ব পরিচিত হেলাল (২০) অঞ্জনাকে ফুসলিয়ে তাঁর মেচ বাসায় নিয়ে যায়। এরপর দুই দিন ধরে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষক হেলারের পিতার নাম দুদু মিয়া। তার গ্রামের বাড়ী গবিন্দপুর, থানা জামালপুর, জেলা ময়মনসিংহ।
স্থানীয়রা এই ঘটনা টের পেয়ে পুলিশে খবর দিলে হেলাল অঞ্জনাকে বাসায় তালা বন্দি করে পালিয়ে যায়। পরে তুরাগ থানার পুলিশ অসুস্থ্য অবস্থায় হেলালের বাসা থেকে অঞ্জনাকে উদ্ধার করে তুরাগ থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা বলেন, এই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলা নং ১৩, তারিখ ২৫/১১/২০১৫ইং। ধর্ষণের সঙ্গে জড়িত যুবকের খোঁজে রাত থেকে অভিযানে নেমেছে পুলিশ। অঞ্জনাকে মেডিকেল টেস্টের জন্য পাঠানো হয়েছে।
এদিকে স্থানীয় একটি মহল ধর্ষিতার পরিবারকে বিষয়টি মিমাংসাজন্য চাপ দিচ্ছে বলে তরুণীর পরিবারের পক্ষ থেকে দাবিকরা হয়েছে।