পৌর নির্বাচন : এমপিদের প্রচারণার সুযোগ না রাখার দাবি বিএনপির
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর, ২০১৫ ৯:৪২ পূর্বাহ্ণ | সংবাদটি ৫৬৩ বার পঠিত
নিউজ ডেস্ক: আসন্ন পৌরসভা নির্বাচনে এমপিদের প্রচারণায় সুযোগ না রাখার দাবি জানিয়েছে বিএনপি।
রোববার (২৯ নভেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক সাংবাদিকদের এ কথা জানান।
এর আগে দুপুর পৌনে ২টার দিকে ড. ওসমান ফারুকের নেতৃত্বে বিএনপির ৬ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সিইসি কাজী রকিব উদ্দীন আহমেদের বৈঠক শুরু হয়।
বিএনপির প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- সামছুজ্জামান দুদু, মোয়াজ্জেম হোসেন আলাল, এসএম আবদুল হালিম, ক্যাপ্টেন সুজা উদ্দিন ও শায়রুল কবির।