খালেদার জামিন, পরবর্তী শুনানি ২৮ ডিসেম্বর
নিউজ ডেস্ক :: দুদকের করা নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়া আত্মসমর্পণ করলে আদালত জামিন মঞ্জুর করেন এবং পরবর্তী শুনানি ২৮ ডিসেম্বর দিন ধার্য করেন।
এর আগে তিনি পুরান ঢাকায় অবস্থিত নিম্ন আদালতে আত্মসমর্পণের পর জামিনের আবেদন করবেন।
একিকে পুলিশি বাঁধা অতিক্রম করে বিএনপি নেতাকর্মীরা আদালতে উপস্থিত হন।
গত ২৮ জুন নাইকো মামলা বাতিল চেয়ে বেগম খালেদা জিয়া আবেদন খারিজ বাতিল করে দেয় বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। একই সঙ্গে রায় পাওয়ার দুই মাসের মধ্যে বেগম খালেদা জিয়াকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয় আদালত।
উল্লেখ্য, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তি করে রাষ্ট্রের প্রায় ১৩,৭৭৭ কোটি টাকা ক্ষতির অভিযোগে বেগম খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে এ মামলা দায়ের করে দুদক। ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুদকের তৎকালীন সহকারী পরিচালক (বর্তমানে উপপরিচালক) মুহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন।