আইএস-এর নামে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শাস্তির দাবি
নিউজ ডেস্ক:: আইএস-এর নামে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ স্বাধীনতা ফোরাম।
সোমবার (৩০ নভেম্বর) দুপুর ১২ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগ নেতা এম এ করিম , এসহসানুল হক এবং স্বাধীনতা ফোরামের সভাপতি ব্যারিস্টার জাকির হোসেন।
শামসুল হক টুকু বলেন, ষড়যন্ত্রকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাত করতে চায়। তাকে হত্যার করার ষড়যন্ত্র করছে তারা। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশি বিদেশি হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, স্বাধীনতা বিরোধী চক্র সন্ত্রাসী গোষ্ঠী বাংলাদেশের উন্নয়নে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে।
এদেরকে প্রতিহত করতে সকল দেশপ্রেমিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।