মৌলভীবাজারে ৪ পৌরসভায় মেয়র পদে আওয়ামীলীগের প্রার্থীদের বিজয়ী করতে প্রবাসী নেতৃবৃন্দের আহ্বান
এ কে মামুন, যুক্তরাজ্য থেকে :: মৌলভীবাজার জেলার চার পৌরসভায় মেয়র পদে মৌলভীবাজার সদরে জেলা যুবলীগ সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ ফজলুর রহমান, কুলাউড়া পৌরসভায় উপজেলা আওয়ামীলীগ নেতা সফি আহমদ সলমান, বড়লেখা পৌরসভায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী ও কমলগঞ্জ পৌরসভায় পৌর যুবলীগ সভাপতি জুয়েল আহমদকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অভিন্দন জানিয়েছেন প্রবাসী কমিউনিটি লিডার, যুক্তরাজ্য আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য, ওয়েলস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রনেতা মকিস মনসুর আহমদ।
এক বিবৃতিতে মকিস মনসুর আহমদ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলার আলোর মিছিলকে এগিয়ে নিতে ও ভিশন ২১ বাস্তবায়নের লক্ষ্যে আওয়ামীলীগের দলীয় মনোনয়নকৃত প্রার্থীদের বিজয়ী করে উন্নয়নের রাজনীতিতে অংশ নিতে প্রবাসীদের পক্ষ থেকে মৌলভীবাজারবাসীর প্রতি আহ্বান জানান।