আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিম মৌলভীবাজারে
প্রকাশিত হয়েছে : ৩ ডিসেম্বর, ২০১৫ ৭:৩৭ পূর্বাহ্ণ | সংবাদটি ৮২৭ বার পঠিত
মৌলভীবাজার সংবাদদাতা :: মানবতাবিরোধী অপরাধের একটি মামলার তদন্ত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পাঁচ সদস্য বিশিষ্ট একটি দল মৌলভীবাজারে এসেছেন।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে ট্রাইব্যুনালের এএসপি হরিগদ দেব নাথের নেতৃত্বে দলটি মৌলভীবাজার এসে পৌঁছান। ৬ ডিসেম্বর (রোববার) পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন।
বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহ জালাল বলেন, দলের সদস্যরা শুধু রাজনগর উপজেলায় তদন্ত করবেন।