মাধবপুরে ৩ ডাকাত আটক
হবিগঞ্জ সংবাদদাতা :: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় তিন ডাকাতকে আটক করেছে মাধবপুর থানা পুলিশ। সোমবার দিবাগত রাত দেড় টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, মহাসড়কের আর.কে সিরামিক্স এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি চালায়। এসময় পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা হল, জেলার মাধবপুর থানার সাতপারিয়া গ্রামের চান মিয়ার পুত্র ফজল মিয়া (২৮), একই এলাকার পুরাইতলা গ্রামের পুরাইয়া মিয়ার পুত্র পুরণ মিয়া (৩০) ও বিবাড়ীয়া জেলা সদরের সিরাজ মিয়ার পুত্র জাহাঙ্গীর মিয়া (৪৬)।
মাধবপুর থানার (ওসি) মোল্লা মনির হোসেন জানায়, ডাকাতির প্রস্তুতির সময় তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।