রাতে সিনিয়র নেতাদের নিয়ে বৈঠকে বসবেন খালেদা
প্রকাশিত হয়েছে : ৮ ডিসেম্বর, ২০১৫ ৭:৩০ পূর্বাহ্ণ | সংবাদটি ৪৭৪ বার পঠিত
নিউজ ডেস্ক: আসন্ন পৌরসভা নির্বাচনের প্রস্তুতি ও কৌশল নির্ধারণে বিষয়ে দলের সিনিয়র নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ মঙ্গলবার রাতে সাড়ে ৮টার দিকে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। খালেদা জিয়ার মিডিয়া উইং সদস্য সাইরুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপির একটি সূত্রে জানা গেছে, আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে এ বৈঠকে বিস্তারিত আলোচনা করা হবে। এ নির্বাচন নিয়ে দলের সিনিয়র নেতাদের মতামতা নেয়া হবে। পাশাপাশি নির্বাচনের কৌশল নির্ধারন ঠিক করা হবে এ বৈঠকে।
এ ছাড়াও এ বৈঠকে দলের বর্তমান অবস্থা, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে বলে সূত্রটি নিশ্চিত করেছে।