কাল আদালতে যাচ্ছেন না খালেদা

নিউজ ডেস্ক : আগামীকাল বৃহস্পতিবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে যাচ্ছেন না বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার বিএনপি চেয়ারপারসনের আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের এ তথ্য জানান।
খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের জানান, বিএনপির চেয়ারপারসন অসুস্থ থাকার কারণে আগামীকাল জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে পুরান ঢাকায় স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ আদালতে হাজিরা দিতে যাবেন না।
তিনি আরও জানান, তাঁর হাতে ব্যথাসহ বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণ রয়েছে আদালতে না যাওয়ার।
উল্লেখ্য, পুরান ঢাকার বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে এ মামলার বিচারকাজ চলছে।
গত ৩ ডিসেম্বর সর্বশেষ এ মামলার সাক্ষীকে জেরা করা হয়। আদালত পরবর্তী কার্যক্রমের জন্য ১০ ডিসেম্বর দিন করেছিল।