মেয়ের নাম ইউনুস রাখলেন হিন্দু দম্পতি
নিউজ ডেস্ক :: ধর্মবিদ্বেষ, কাদা ছোড়াছুড়ি, বিভাজন, অসহিষ্ণুতা, তা থেকে হত্যায় গড়ানো দিনলিপি গুণছে বৃহত্তর গণতান্ত্রিক রাষ্ট্র ভারত। আর তাতে যে কোপের মুখে পড়েছে খোদ রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে থাকা রাজন্যবর্গ, তাদের হাঁসফাঁস, বিবৃতি পাল্টা বিবৃতিতেই বোঝা যায়। কিন্তু এসবের মধ্যেও মাঝে মাঝে উঁকি দেয় ‘প্রকৃত ভারত’। ধর্মীয় ছুঁৎমার্গ ভুলে চেন্নাইয়ের এক হিন্দু দম্পতি তাদের নবজাতকের নাম রেখেছেন ‘ইউনুস’।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে উঠেছে সাবাশ সাবাশ রব। এই হচ্ছে আসল ভারত। বন্যায় যখন চেন্নাই ধুঁকছে, জাতপাত থেকে ধর্মের নিক্তিতে মানুষকে মাপা হচ্ছে, তখন সব কিছুর উপরে উঠে মানবধর্মের কথা মনে করিয়ে দিলেন সেই দম্পতি। চেন্নাই নিবাসী ওই হিন্দু দম্পতি মোহন-চিত্রা নিজেদের সদ্যোজাত কন্যাসন্তানের নাম রাখলেন ‘ইউনুস’।
তবে এর পেছনে রয়েছে মানবতার গল্প। রয়েছে কৃতজ্ঞতা প্রকাশের এক কাহিনীও, যা তাদের এই সিদ্ধান্তে আসতে সাহায্য করেছে।
মোহন ও চিত্রা চেন্নাইয়ের যে এলাকায় থাকেন সেটি সাম্প্রতিক বন্যায় প্রায় ডুবে যেতে বসে। ঘরের ভেতরে জল। এমনকি বাইরের রাস্তাতেও গলা সমান জল ছিল।
এমন শ্বাসরুদ্ধকর অবস্থায় প্রসববেদনা ওঠে চিত্রার। কিন্তু হাসপাতাল যাওয়া তো দূরের কথা, স্ত্রীকে নিয়ে বাড়ির বাইরে বেরোবেন কী করে ভেবে কূল-কিনারা বের করতে পারেননি মোহন। সেই সময়ে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন এক মুসলমান যুবক। নাম মহম্মদ ইউনুস। নৌকা করে ওই দম্পতিকে হাসপাতালে পৌঁছে দেন তিনি।
এর পর হাসপাতালে একটি ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন চিত্রা। ইউনুসের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে ওই দম্পতি সেই মেয়ের নাম রাখেন তাদের উদ্ধারকর্তার নামের সঙ্গে মিলিয়ে।
সম্প্রতি সে কথা ইউনুসকে জানিয়েছেন ওই দম্পতি। শুধু তাই নয়, মোহন নিজের বেতনের ৫০ শতাংশ টাকা দুস্থ ও দুর্গত মানুষদের কাজে দান করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।
মোহনের পাঠানো সেই বার্তা নিজের ফেসবুকে পোস্ট করেছেন ইউনুস। লিখেছেন, ‘এর থেকে ভালো আশীর্বাদ আর কী হতে পারে! তোমার ভাই ইউনুস।’ মোহন আরো জানিয়েছেন, একদিন নবজাতিকাকে নিয়ে ইউনুসের সঙ্গে দেখা করতে যাবেন।