সাত খুনের মামলা পুনঃতদন্ত করা যাবে: উচ্চ আদালত
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর, ২০১৫ ৫:৫৯ পূর্বাহ্ণ | সংবাদটি ৪৭২ বার পঠিত

নিউজ ডেস্ক :: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় অধিকতর তদন্ত চেয়ে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির করা আবেদনের নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট। পুলিশ চাইলে অধিকতর তদন্ত করতে পারবে এবং ষড়যন্ত্রের একটি ধারা যোগ করতে বলেছেন উচ্চ আদালত। আজ সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মঞ্জু ঘোষ, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবির।