বিশ্বনাথে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
বিশ্বনাথ প্রতিনিধি ::
বিশ্বনাথে চোরের প্রতি নির্মম প্রতিশোধ নিল বিদ্যুৎ ট্রান্সফরমার। বিদ্যুৎ ট্রান্সফরমার চুরি করতে এসে প্রাণ হারাল অজ্ঞাত এক চোর। গতকাল রোববার উপজেলার সিঙ্গেকাছবাজার পাশ্ববর্তী এলাকার ধান ক্ষেত থেকে ওই চোরের লাশ উদ্ধার করা হয়। লাশটি উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হোসেন। তিনি বলেন, প্রাথমিক তদন্তে বুঝা যাচ্ছে বিদ্যুৎ ট্রান্সফরমার চুরি করতে এসে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জানান, উপজেলার সিঙ্গেরকাছবাজারের পশ্চিম পাশে দুটি বিদ্যুতের ট্রান্সফরমার রয়েছে। ওই বিদ্যুৎ ট্রান্সফরমার চুরি করতে গত শনিবার রাতের কোনো এক সময় কয়েকজন চোর আসে। বিদ্যুতের খুঁটির ছিদ্রর মধ্যে কয়েকটি রড লাগানো রয়েছে। এতে ধারনা করা হচ্ছে বিদ্যুৎ ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত হয়। চোরের প্রতি যেন নির্মম প্রতিশোধ নিল বিদ্যুৎ ট্রান্সফরমার এমটাই মনে করছেন স্থানীয় লোকজন।