সিলেটে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
নিউজ ডেস্ক :: পাঁচ দফা দাবিতে সিলেটে ট্রাক শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। কর্মসূচীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা।
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবহন শ্রমিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদ ও ট্রাক শ্রমিক ইউনিয়নের পাঁচ দফা দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে মঙ্গলবার সকাল ৬টা থেকে জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করা হচ্ছে।
এদিকে মঙ্গলবার সকাল থেকে কোনো ট্রাক ও দূরপাল্লার বাস ছাড়তে দেখা যায়নি, তবে নগরীতে অল্প সংখ্যক গণপরিহন চলছে।
জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া বলেন, সিলেট-জাফলং সড়ক সংস্কার এবং পুলিশের চাঁদাবাজি বন্ধসহ পাঁচ দফা দাবিতে রোববার সকাল থেকে শান্তিপূর্ণভাবে ধর্মঘট করছিল শ্রমিকরা।
দিলু মিয়া আরো বলেন, সিলেটের বিভিন্ন সড়কে পুলিশি হয়রানি ও শ্রমিকদের নির্যাতন করার পাশাপাশি অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে। প্রতিটি সড়কে কয়েক দফা টোল দিতে হচ্ছে। এসব বন্ধের দাবিতে সোমবার দিনভর ট্রাক ধর্মঘট করা হয়। ট্রাক ইউনিয়নের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে পরিবহন শ্রমিক ইউনিয়ন।
পাঁচ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে- সিলেটে মাইক্রোবাস স্ট্যান্ডের জন্য বিকল্প ব্যবস্থা, যত্রতত্র গাড়ি রিকুইজিশনের নামে চালকদের হয়রানি, রিকুইজিশনকৃত গাড়ির ব্যয় ও চালকদের খরচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বহন করা, অকারণে মামলা দিয়ে চালকদের হয়রানি করা অসাধু ট্রাফিক পুলিশদের অপসারণ ও সেতুর অতিরিক্ত টোল আদায় বন্ধ করা।