হবিগঞ্জে রাস্তায় গাছ ফেলে ডাকাতির সময় ৫ ডাকাত গ্রেফতার
হবিগঞ্জ সংবাদদাতা :: হবিগঞ্জে রাস্তায় গাছ ফেলে ডাকাতির সময় পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ।
সোমবার দিবাগত রাত ৩ টার দিকে সদর থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হল, সদর উপজেলার মাম্মদপুর গ্রামের সৈয়দ আলীর পুত্র আন্তঃজেলা ডাকাতদলের সদস্য আব্দুল খালেক (২৬), ধুলিয়াখাল এলাকার ছরুত আলীর পুত্র সিরাজ মিয়া (৩৫) ও চতুল গ্রামের আব্দুল জলিলের পুত্র জয়নাল মিয়া (৩০)।
পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ ডাকাতদল হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের ধুলিয়াখাল নামক স্থানে রাস্তায় গাছ ফেলে ডাকাতির চেষ্টা চালায়। এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে উল্লেখিতদের গ্রেফতার করলেও অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়।
অপরদিকে জেলার শায়েস্তাগঞ্জ এলাকা থেকে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ ইয়াছিনুল হক ও এসআই মুখলেছুর রহমানসহ একদল পুলিশ অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জ পৌরসভার জগন্নাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে শাহ আলম(২৪) ও পশ্চিম লেঞ্জাপাড়া গ্রামের তাহিদ মিয়ার ছেলে তৌহিদ মিয়া পলাশ (২৫) গ্রেফতার করে। পুলিশ আরও জানায় উল্লেখিতরদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন ও শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ ইয়াছিনুল বিষয়টি নিশ্চিত করেন।