নির্বাচনের একটি ব্রান্ড ‘হাসিনা মার্কা নির্বাচন’
নিউজ ডেস্ক :: বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, কোন ডিসকাউন্ট নয়, বিনে পয়সায় নির্বাচনী পরিবেশ শাসকদলের কাছে বিক্রি করে দিয়েছে নির্বাচন কমিশন। এ সময় তিনি নতুন একটি নির্বাচনী ব্র্যান্ডের নাম উল্লেখ করেন আর সেটি হলো ‘হাসিনা মার্কা নির্বাচন’।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন একথা বলেন তিনি।
তিনি বলেন, বর্তমানে হাসিনা মার্কা নির্বাচনের একটি ব্র্যান্ড তৈরি হয়েছে। এই নির্বাচনের বৈধতা দিতে গিয়ে কমিশনের গ্রহণযোগ্যতা শূন্যের কোঠায় নেমে গেছে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ডিসকাউন্ট রেটে নয়, বিনে পয়সায় শাসকদলের কাছে নির্বাচনী পরিবেশ বিক্রি করে দিয়েছে। পাশাপাশি যৌথবাহিনী ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী আইনশৃংখলা রক্ষার নামে সাধারণ ভোটার ও বিএনপি নেতাকর্মীদের ভয়-ভীতি দেখাচ্ছে ও হয়রানি করছে।