জামায়াত ছাড়াই চলছে ২০ দলের মহাসচিব বৈঠক
নিউজ ডেস্ক :: ২০দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক চলছে। আজ শনিবার সকাল সোয়া এগারোটায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে অন্যদের মধ্যে বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহম্মেদ আব্দুল কাদের, বিজেপির মহাসচিব আব্দুল মতিন, জাগপা মহাসচিব খন্দকার লুৎফর রহমান, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, ডিএল’র যুগ্ম মহাসচিব খোকন চন্দ্র দাস, মুসলিম লীগের মহাসচিব অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, সাম্যবাদী দলের মাহসিচব সাঈদ আহমেদ, এনডিপির যুগ্ম মহাসচিব ফরিদ উদ্দিন, জমিয়ত ইসলামীর মহাসচিব মহিউদ্দিন ইকরাম, পিপলস লীগের মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মাহাবুব হোসেন, ন্যাপ ভাসানীর ভারপ্রাপ্ত মহাসচিব গোলাম মোস্তফা, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ মেহেদী প্রমুখ উপস্থিত রয়েছেন। জামায়াতের কোনো নেতাকে দেখা যায়নি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবির খান জানিয়েছেন, জামায়াতে ইসলামীর কোনো নেতা বৈঠকে যোগ দেয়নি।