বর্তমান সরকারের কাছে আমরা কিছু আশা করি না

নিউজ ডেস্ক :: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, গত উপজেলা পরিষদ নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে। তাই বর্তমান সরকারের কাছে আমরা কিছু আশা করি না। আমাদের ভোট আমাদেরই দিতে হবে।
আজ শনিবার দুপুরে গাজীপুরের শ্রীপুর পৌর নির্বাচনে বিএনপির মনোনীত মেয়রপ্রার্থী শহীদুল্লাহ শহীদের গণসংযোগ কার্যক্রমে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।
হান্নান শাহ বলেন, যারা সত্য ও ন্যায়ের পথে থাকে, তাদের বিজয় সুনিশ্চিত। বিএনপি সব সময় সত্য ও ন্যায়ের পথে কাজ করে। তাই খালেদা জিয়ার প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপি’র সভাপতি এস এম রুহুল আমীন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সিনিয়র যুগ্ম-মহাসচিব অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির প্রমুখ।