দিরাইয়ে মহিলা কাউন্সিলর প্রার্থীদের সবাই গৃহিণী
দিরাই সংবাদদাতা :: দিরাই পৌরসভা নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ১০ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১ জন বিএ পাস আর অধিকাংশই স্বশিক্ষিত ও পেশায় গৃহিণী।
মহিলা কাউন্সিলর পদে সংরক্ষিত ১নং আসনের বর্তমান কাউন্সিলর সাবিনা বেগম, খোশনামা বেগম ও শাহারভানুর শিক্ষাগত যোগ্যতা স্বশিক্ষিত এবং পেশা গৃহিণী। সংরক্ষিত ২নং আসনের বর্তমান কাউন্সিলর রেহেনা বেগমের শিক্ষাগত যোগ্যতা বিএ পাস এবং পেশায় গৃহিণী।
আলীমুন নেছা ও হেলেনা বেগমের শিক্ষাগত যোগ্যতা স্বশিক্ষিত এবং পেশা গৃহিণী। সংরক্ষিত ৩নং আসনের বর্তমান কাউন্সিলর শামীমা পারভিন নাজমার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী, পেশা গৃহিণী। হেলেনা বেগম খেলার শিক্ষাগত যোগ্যত পঞ্চম শ্রেণী, পেশা গৃহিণী। বাসন্তী সরকার ও মাধবী দে’র শিক্ষাগত যোগ্যতা স্বশিক্ষিত ও পেশা গৃহিণী।