হবিগঞ্জে আচরণবিধি লঙ্ঘনে কাউন্সিলরের পোস্টার জব্দ : জরিমানা
হবিগঞ্জ সংবাদদাতা :: হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাহবুবুল হক হেলাল আচরণবিধি লঙ্ঘন করে পোষ্টারে প্রিন্ট প্রেসের নাম, তারিখ ও সংখ্যা কপি উল্লেখ না করায় লিফলেট ও পোষ্টার জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। পরে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার দুপুর ১ টায় পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে নির্বাচনী আচরণবিধির উপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর মাহবুবুল হক হেলালের পোষ্টারে প্রিন্ট প্রেসের নাম, তারিখ ও সংখ্যা কপি উল্লেখ না করায় ওই কাউন্সিলর প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এবং প্রায় ৬ শতাধিক জব্দকৃত পোষ্টার ও লিফলেট আগুণে পুড়িয়ে নষ্ট করা হয়।
এ ব্যাপারে নির্বাহী ম্যজিস্ট্রেট মোঃ আলমগীর হোসেন জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় পোষ্টার ও লিফলেট জব্দ করে পুড়িয়ে দেয়া হয়েছে এবং জরিমানা করা হয়েছে।