মতিঝিলে আগুন, আতঙ্কেই ১ জনের মৃত্যু
নিউজ ডেস্ক :: রাজধানীর মতিঝিলে হাজি ম্যানশনে অগ্নিকাণ্ডের ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছেন।
সোমবার বেরা ১২টার দিকে ১০ তলা ওই ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। বেলা পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও বেলা দেড়টার এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে কাজ করছিল ফায়ার সার্ভিস কর্মীরা।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মী জিয়াউর রহমান জানান, প্রচণ্ড ধোঁয়ায় কাজ করতে অসুবিধা হচ্ছে। তবে আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। কিভাবে এই আগুনের সূত্রপাত তা জানা যায়নি।
এদিকে বেলা সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর তৃতীয় তলা তেকে আনুমানিক ৪০ বা ৪৫ বছর বয়স্ক এক ব্যক্তিকে অচেতন অবস্তায় উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা। পরে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। তার শরীরে পোড়া কোনো ক্ষত নেই। আতঙ্কগ্রস্থ হয়ে তিনি মারা গেছেন বলে জানান চিকিৎসকরা।
ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ সেন্টু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।