বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর, ২০১৫ ৫:৪০ পূর্বাহ্ণ | সংবাদটি ৪৮৯ বার পঠিত
নিউজ ডেস্ক : ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাৎক্ষণিক ভাবে তার পরিচয় জানা যায়নি।
সোমবার রাতে ৩৫১নং পিলারের কাছে তিন রাউন্ড গুলি করা হলে গরু ব্যবসায়ী বাসন্ত কুমার নিহত হন।
বিজিবি জানায়, বাসন্ত কুমার গরু ব্যবসায়ী। ভারত থেকে গরু নিয়ে আসছিলেন। এ সময় ভারতীয় বারোগান ক্যাম্পের জোয়ানরা তাকে দেখে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।