সরকারি স্কুলে ভর্তিযুদ্ধ : পঞ্চম শ্রেণির শেষ, চলছে অষ্টম শ্রেণির পরীক্ষা
নিউজ ডেস্ক : নগরীর নয়টি সরকারি বিদ্যালয়ে চলছে পঞ্চম ও অষ্টম শ্রেণির ভর্তিযুদ্ধ। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত পঞ্চম শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দিনের দ্বিতীয় পরীক্ষায় দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে অষ্টম শ্রেণির ভর্তি পরীক্ষা।
এবার নগরীর মোট ১৪টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার রাতে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, পঞ্চম শ্রেণির ভর্তি পরীক্ষায় ১ হাজার ৯২০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছিল ৯ হাজার ৭৪৫টি। নগরীর ১০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অন্যদিকে অষ্টম শ্রেণির ভর্তি পরীক্ষায় ১৬৫টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১ হাজার ৬৩২টি। নগরীর চারটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
সকালে পরীক্ষা শুরু হওয়ার পর ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও ভর্তি কমিটির সভাপতি মেজবাহ্ উদ্দিন। এসময় জেলা প্রশাসক সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে পরীক্ষা সম্পন্ন করতে ও যত দ্রুতসম্ভব ফল প্রকাশের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন।
আগামী ২৬ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ষষ্ঠ শ্রেণির এবং দুপুর একটা থেকে তিনটা পর্যন্ত সপ্তম শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।