যুক্তরাষ্ট্রে ট্রাম্প-বিরোধী বিক্ষোভ : আছেন বাংলাদেশীরাও
প্রবাস ডেস্ক :: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের মুসলিমবিদ্বেষী বক্তব্যের জন্য তাকে বর্জনের দাবিতে নিউ ইয়র্কে সর্বস্তরের মানুষের বিক্ষোভে অংশ নিয়েছেন প্রাবাসী বাংলাদেশিরাও।
২০ ডিসেম্বর নিউ ইয়র্ক সিটির মিডটাউনে ৫৬ স্ট্রিট এবং ফিফথ এভিনিউয়ে ট্রাম্পের মালিকানাধীন ‘ট্রাম্প টাওয়ারের’ সামনে এই বিক্ষোভ দেখানো হয়।
বিক্ষুব্ধরা ‘ইমিগ্র্যান্টস, নিউইয়র্ক ইউর হোম- উই ডিক্লেয়ার এ নো ট্রাম্প জোন’; ‘সে নো টু এন্টি-ইমিগ্র্যান্ট বিগোটি- সে নো টু ট্রাম্প’; ‘উই আর মুসলিম-আমেরিকান, উই আর নট টেররিস্ট’; ‘আইএসআইএস ইজ নট রিপ্রেজেন্টিং মুসলিম- দে আর টেররিস্ট’; ‘উই হেইট আইএসআইএস’; ‘নো টু ফ্যাসিস্ট মুভমেন্ট’; ‘নো টু পুলিশ ভায়োলেন্স অ্যান্ড ওয়ার’; ‘নো টু ট্রাম্প’ ইত্যাদি স্লোগান দেন।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইন্টারন্যাশনাল অ্যাকশন সেন্টারের’ উদোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া বাংলাদেশিদের মধ্যে ছিলেন মূলধারার রাজনীতিক অ্যাডভোকেট এন মজুমদার, ধর্মীয় সংগঠক জুলকিফল চৌধুরী, কম্যুনিটি অ্যাক্টিভিস্ট মাজেদা উদ্দিন, যুবনেতা জামাল হোসেন প্রমুখ।
গত ২ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার একটি প্রতিবন্ধী সেবাকেন্দ্রে এক মুসলিম দম্পতি গুলি চালিয়ে ১৪ জনকে হত্যার পর যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করার দাবি তোলেন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে দেশে-বিদেশে সমালোচিত হচ্ছেন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে মনোনয়ন পাওয়ার দৌঁড়ে এগিয়ে থাকা ট্রাম্প।