রাখে আল্লাহ মারে কে : অপহরণের ১১ দিন পর বস্তাভর্তি যুবক উদ্ধার
নিউজ ডেস্ক :: কারো জীবন থাকলে যে কেউ খুন করতে পারে না এ চির সত্যাটি আবারো প্রমাণ হলো অপহৃত এক যুবকের উদ্ধার হওয়ার মধ্য দিয়ে। ফেনী শহরের কানন সিনেমা হলের সামনে থেকে অপহরণের ১১ দিন পর বস্তাভর্তি ওই যুবককে উদ্ধার করা হয়। তাকে মৃত ভেবে অপহরণকারীরা ফেলে গেলেও তিনি এখন জীবিত অবস্থায় উদ্ধার হয়ে ফেনী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী ও পরিবার সূত্র জানায়, ৬ ডিসেম্বর রাতে কানন সিনেমা হলের সামনে মাদক পাচার করতে মিলন শিকদারকে চাপ প্রয়োগ করে পূর্ব উকিলপাড়ার নুর ইসলামের ছেলে আজাদ, মিলন কন্ট্রাক্টর, সাইদুর ও রুবেল। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় জোরপূর্বক তাকে সিএনজি অটোরিকশায় তুলে মৌলভীবাজার এলাকায় নিয়ে যায়। সেখানে একটি ভবনে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। এসময় তাকে ব্লেড দিয়ে সমস্ত দেহ ক্ষত-বিক্ষত করা হয়।
একপর্যায়ে মৃত ভেবে শুক্রবার বস্তাভর্তি করে আলোকদিয়া রেললাইনের উপর ফেলে যায়। ওইদিন ভোরে এলাকার লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে দীর্ঘক্ষণ খোঁজাখুজি করেও না পেয়ে ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়। এ ঘটনায় উল্লেখিতদের আসামি করে তার ভগ্নিপতি ইফতেখার উদ্দিন ফেনী মডেল থানায় অভিযোগ দায়ের করেন।