সিলেটে খ্রিস্টান মিশনের বিশপকে জিএমবির হত্যার হুমকি
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর, ২০১৫ ৮:০৬ পূর্বাহ্ণ | সংবাদটি ৫৭৫ বার পঠিত
নিউজ ডেস্ক :: সিলেটে খ্রিস্টান মিশনের বিশপ ডি ক্রোজ এন্ডি ক্রোশকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়েছে একটি জঙ্গি সংগঠন।
এ ঘটনায় বুধবার (২৩ ডিসেম্বর) নগরীর শাহ্পরান থানায় তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১০৫২) করেছেন।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরী বলেন, মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ডি ক্রোজ এন্ডি ক্রোশকে হত্যার হুমকি দিয়ে এসএমএস পাঠানো হয়। হুমকিদাতার পরিচয়ে লেখা ছিল জামান মজুমদার, আন্তর্জাতিক সমন্বয়ক ইন্টারন্যাশনাল জিএমবি (আইজিএমবি)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) জেদান আল মুছা বলেন, ইতোমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।