আম্বরখানা ৩ ডাকাতকে গণধোলাই
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর, ২০১৫ ৬:০৯ পূর্বাহ্ণ | সংবাদটি ৫০৯ বার পঠিত
নিউজ ডেস্ক :: সিলেটে স্বর্ণের দোকানে ডাকাতিকালে তিন ডাকাতকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর আম্বরখানা বরকতিয়া মার্কেটে ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, আম্বরখানায় মা জুয়েলার্সের দোকানের দেয়াল কেটে লুটের চেষ্টা করে সংঘবদ্ধ একদল ডাকাত। বিষয়টি টের পেয়ে স্থানীয় ব্যবসায়ীরা ডাকাতদের ধাওয়া করে ৩ জনকে আটক করে গণধোলাই দেয়।
খবর পেয়ে কোতোয়ালি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতার কবল থেকে ডাকাতদের উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। তবে গণধোলাইয়ের শিকার ডাকাতদের নাম পরিচয় জানা যায়নি।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ আটকের বিষয়টি জানালেও আটককৃতদের নাম জানায়নি।