মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফল সন্ধ্যায়
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর, ২০১৫ ৯:৪৮ পূর্বাহ্ণ | সংবাদটি ৫২০ বার পঠিত

নিউজ ডেস্ক :: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফল প্রকাশ করা হবে সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায়।
সোমবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ পরীক্ষায় ৩০টি বিষয়ে সারাদেশে ১১৭টি কলেজের ১ লাখ ২৭ হাজার ৮৮৪ পরীক্ষার্থী অংশ নেন। মোট ৮৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রকাশিত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে জানা যাবে।
এছাড়া, যে কোনো মোবাইল থেকে ম্যাসেজ অপশনে গিয়ে numf Roll লিখে 16222 নম্বরে পাঠালে ফল পাওয়া যাবে।