মৌলভীবাজারে এক কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক স্থগিত
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর, ২০১৫ ৫:৫৭ পূর্বাহ্ণ | সংবাদটি ১২২৫ বার পঠিত
মৌলভীবাজার সংবাদদাতা :: মৌলভীবাজার সদর পৌরসভার বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ভোটগ্রহণ সাময়িক স্থগিত করা হয়েছে।
আওয়ামী লীগ ও বিএনপি সর্মথকদের মধ্যে হাতাহাতির জের ধরে বুধবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নিরোধ চন্দ্র সরকার জানান, দু’পক্ষের কর্মীদের মধ্যে হাতাহাতির জের ধরে ভোটগ্রহণ সাময়িক স্থগিত করা হয়েছে।