দেশের অগ্রগতি থামাতে পারেনি বিএনপি
প্রকাশিত হয়েছে : ৩ জানুয়ারি, ২০১৬ ৮:২৫ পূর্বাহ্ণ | সংবাদটি ৪৫৯ বার পঠিত
নিউজ ডেস্ক: ৫ জানুয়ারি ঘিরে বিএনপির যে আন্দোলন-সহিংসতা চালিয়েছে, তাতে দেশের অগ্রগতি থামতে পারেনি। বরং তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০১৫ সালে দেশে ব্যবসা-বাণিজ্য ভালো ছিলো। ২০১৬ সালে আরও ভালো হবে।
রোববার (০৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা মেট্রোপলিটন চেম্বার অব কমার্স কমিটির নেতাদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
তিনি বলেন, ২০১৫ সালে ৯৩ দিন বিএনপির আন্দোলন-সহিংসতা চললেও একই বছর পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্প চালু করেছে সরকার। যা নিজস্ব অর্থায়নেই বাস্তবায়ন করা হচ্ছে।