আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি, ২০১৬ ৬:১০ পূর্বাহ্ণ | সংবাদটি ৫২৩ বার পঠিত
নিউজ ডেস্ক ::
টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে শেষ হলো মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সম্মিলনী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাতে মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে কেঁদে কেঁদে ক্ষমা প্রার্থনা করেন মুসল্লিরা। তারা পাপ থেকে মুক্তির জন্য আকুতি-মিনতি করেছেন।
রোববার বেলা ১১টার কিছু পরে মোনাজাত শুরু হয়ে শেষ হয় সাড়ে ১১টার দিকে।
মোনাজাত পরিচালনা করেন তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বী ও দিল্লীর মাওলানা মোহাম্মদ সা’দ।
মোনাজাতে অংশ নিতে শীত উপেক্ষা করে লাখো মুসল্লি সমবেত হয় তুরাগ নদের তীরে।