গঠিত হল ‘বাংলাদেশ ভাড়াটিয়া ফেডারেশন’ বাড়িভাড়া অস্বাভাবিক বৃদ্ধির কারণে
নিউজ ডেস্ক ::
বাড়িভাড়া অস্বাভাবিক বৃদ্ধি ও বাড়ির মালিকদের ভাড়াটিয়া নির্যাতন বন্ধ এবং তাদের অধিকার আদায়সহ চার দফা দাবি আদায়ের লক্ষে সবগুলো ভাড়াটিয়া সংগঠনের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ ভাড়াটিয়া ফেডারেশন’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে।
আজ রোববার সকালে ২৩/২, তোপখানা রোডে আয়োজিত এক সভায় এ.কে.এম মহিউদ্দিনের সভাপতিত্বে সংগঠনটি আত্মপ্রকাশ করেছে। সংগঠনের চার দফা দাবি আদায়ের লক্ষ্যে একটি পরিচালনা কমিটিও গঠন করা হয়।
পরিচালনা কমিটি
সভাপতি: একেএম গোলাম মহিউদ্দিন; সিনিয়র সহ-সভাপতি: মো. শহীদুল্লাহ পাটুয়ারী; সহ-সভাপতি: মো. কামরুদ্দিন হীরা, মো. গোলাম মোস্তফা; সাধারণ সম্পাদক: মো. বাহারানে সুলতান বাহার; যুগ্ম-সম্পাদক: শরীফ মো. মাসুম, মো. হাবিবুল্লাহ মাহবুব; সাংগঠনিক সম্পাদক: জান্নাত ফাতেমা, মো. সুমন তালুকদার; অর্থ সম্পাদক: মো. ফারুক হোসেন হাওলাদার; দপ্তর সম্পাদক: মো. মোস্তফা, মহিলা সম্পাদিকা: মুক্তা ইসলাম; প্রচার ও প্রকাশনা সম্পাদক: মুর্শিদুল হক; বিদ্যুৎ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক: মো. সরওয়ার হোসেন; কার্যকরী সদস্য: মো. শাহজাহান, মো. ফরিদ হোসেন।
সংগঠনের পক্ষ থেকে ভাড়াটিয়াদের অধিকার আদায়ের দাবিগুলোর মধ্যে রয়েছে- ১. বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১ বাস্তবায়ন। ২. সিটি করপোরেশনের রেট মোতাবেক প্রত্যেক এলাকার বাসা, দোকান, অফিস ভাড়া কার্যকর করা। ৩. প্রধানমন্ত্রীর ঘোষিত নিম্ন আয়ের লোকদের জন্য নির্মিতব্য ঢাকা শহরের চতুর্দিকে ১ লাখ ১০ হাজার ফ্ল্যাট মাসিক ভাড়ার টাকার মাধ্যমে আদায়ের শর্তে ভাড়াটিয়াদের মধ্যে বরাদ্দ দেয়া। ৪. জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট করে ভাড়ার টাকা গ্রহণের ব্যবস্থা করা।
বাংলাদেশ ভাড়াটিয়া ফেডারেশনে অন্তর্ভুক্ত সংগঠন
জাতীয় ভাড়াটিয়া কল্যাণ সোসাইটি, বাংলাদেশ ভাড়াটিয়া অধিকার সংরক্ষণ সোসাইটি, ভাড়াটিয়া কল্যাণ বহুমুখী সমবায় সমিতি, ভাড়াটিয়া পরিষদ, ভাড়াটিয়া ফোরাম, বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ সমিতি, বাড়িভাড়া সমন্বয় পরিষদ, বাংলাদেশ আবাসিক ভাড়াটিয়া কল্যাণ সোসাইটি, বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ সোসাইটি, বাংলাদেশ মেস সংঘ।