সৌদি প্রিন্স আজ ঢাকা আসছেন!
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি, ২০১৬ ৫:০৮ পূর্বাহ্ণ | সংবাদটি ৪০৩ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক ::
সৌদি প্রিন্স তুর্কি বির আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদ দুদিনের সফরে আজ ঢাকা আসছেন। বাংলাদেশের বরগুনায় সৌদি সহায়তায় প্রতিষ্ঠিত একটি স্কুল ও সাইক্লোন সেন্টারের উদ্বোধনীতে অংশ নিতে আসছেন তিনি। আগামীকাল এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ওই সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। কূটনৈতিক সূত্রে জানিয়েছে, সৌদি প্রিন্স আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে যাবেন।
আগামীকাল তার ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে। প্রিন্স তুর্কি প্রয়াত সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের সপ্তম সন্তান। আব্দুল্লাহ বিন আবদুল আজিজ ইন্টারন্যাশনাল চ্যারিটেবল এন্ড হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের প্রধান নির্বাহীর দায়িত্বে রয়েছেন প্রিন্স তুর্কি।