ইউপি নির্বাচনে আ’লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী সিলেট ল’ কলেজ ছাত্রলীগ সভাপতি এম. মোস্তাক আহমদ
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি, ২০১৬ ৪:৪৪ অপরাহ্ণ | সংবাদটি ৫১৯ বার পঠিত
নিউজ ডেস্ক ::
কানাইঘাট উপজেলার ৬নং সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী সিলেট ল’ কলেজ ছাত্রলীগের সভাপতি এম. মোস্তাক আহমদ।তিনি ১৯৯৬ সাল থেকে ছাত্রলীগের রাজনীতি শুরু করে ২০০৪ সালে কানাইঘাট উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সিনিয়র মেম্বার, ২০০৯ সালে সিলেট ল’ কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, ২০১২ সালে সিলেট ল’ কলেজ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দ রাজনীতিতে তৎপরতা দেখে ২০১৫ সালে পুণরায় তিনি সিলেট ল’ কলেজ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন।তিনি আওয়ামীলীগ থেকে যদি মনোনয়ন পান, তাহলে কানাইঘাট ৬নং কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবেন, তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।