বুধবার সাঈদীর সঙ্গে দেখা করবেন আইনজীবীরা

নিউজ ডেস্ক ::
মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর সঙ্গে বুধবার দেখা করবেন চার জন আইনজীবী। তারা হলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম, অ্যাডভোকেট সাইফুর রহমান, অ্যাডভোকেট ইউসুফ আলী, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।এই চার জন আইনজীবী সাঈদীর সঙ্গে দেখা করে রিভিউ প্রসঙ্গে দিকনির্দেশনা নেবেন। বিষয়টি জানিয়েছেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী।তিনি বলেন, “আজ বেলা ১১টা কিংবা ১২টার দিকে এই চারজন আইনজীবী কেন্দ্রীয় কারাগারে বাবার সঙ্গে দেখা করতে যাবেন। তারা বাবার সঙ্গে দেখা করে কিভাবে আমৃত্যু কারাদণ্ডের রায় থেকে খালাস পাওয়া যাবে সে বিষয়ে রিভিউ আবেদন করবেন। কোন কোন পয়েন্টে বা যুক্তিতে রিভিউ করা যাবে সে বিষয়গুলো নিয়েই মূলত বাবার সঙ্গে আইনজীবীরা দেখা করবেন।”মাসুদ সাঈদী বলেন, “ইতোমধ্যে রিভিউ প্রসঙ্গে আমাদের প্যানেল ল’ইয়াররা অনেক প্রস্তুতি নিয়ে রেখেছেন। সে বিষয়গুলো বাবার সঙ্গে শেয়ার করবেন। বাবার কোনো পরামর্শ বা গাইড লাইন থাকলে আইনজীবীদের বলবেন। এজন্যই মূলত আজ বাবার সঙ্গে আইনজীবীদের সাক্ষাৎ।”তবে সাঈদীর সঙ্গে দেখা করে আজই রিভিউ আবেদন করা হবে কিনা সে বিষয়টি স্পষ্ট করে বলেননি মাসুদ।