নতুন ডিসি ১৮ জেলায়

নিউজ ডেস্ক ::
ঢাকাসহ ১৮ জেলায় নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৩ জন নতুন এবং পাঁচজনকে রদবদল করা হয়েছে। নতুন ১৮ ডিসির মধ্যে দুই জন নারী রয়েছেন।মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। তবে তা প্রকাশ হয় বুধবার।প্রজ্ঞাপনে বলা হয়েছে, পঞ্চগড়ের ডিসি মোহাম্মদ সালাহ উদ্দিনকে ঢাকায়, পাবনার ডিসি কাজী আশরাফ উদ্দিনকে রাজশাহীতে, বান্দরবানের ডিসি মো. মিজানুল হক চৌধুরীকে ঝালকাঠিতে, সাতক্ষীরার ডিসি নাজমুল আহসানকে খুলনায়, পিরোজপুরের ডিসি এ কে এম শামীমুল হক সিদ্দিকীকে পটুয়াখালীতে বদলি করা হয়েছে।হায়ার এডুকেশন কোয়ালিটি অ্যান্ড এনহেন্সমেন্ট প্রজেক্টের প্রকিউরম্যান অফিসার মাহমদুর হোসাইন খানকে শরীয়তপুর, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অফিসের ডেপুটি ম্যানেজার মো. বশিরুল আলমকে বরগুনা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আমিন উল আহসানকে ফেনী, জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিনকে সাতক্ষীরা, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব জাহিদুল ইসলামকে চাঁপাইনবাবগঞ্জ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মুশফিকুর রহমানকে নেত্রকোনা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. খায়রুল আলম শেখকে পিরোজপুর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপপরিচালক অমল কৃঞ্চ মণ্ডলকে পঞ্চগড়, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. খলিলুর রহমানকে পাবনা, বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. সেলিমউদ্দিনকে ভোলা, হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দিলীপ কুমার বণিককে বান্দরবান, অর্থ বিভাগের উপসচিব জিনাত আরাকে রাজবাড়ী এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব রেখা রাণী বালুকে নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দেয়া হয়েছে।