রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি রানা বহিষ্কার

নিউজ ডেস্ক ::
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে। তার জায়গায় রাবির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সহসভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জুকে দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য জানিয়েছেন।সাইফুর রহমান সোহাগ বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহামান রানাকে বহিষ্কার করা হয়েছে। তার জায়গায় ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে রাশেদুল ইসলাম রাঞ্জুকে দায়িত্ব দেওয়া হয়েছে।’এদিকে এ তথ্যকে মিথ্য উল্লেখ করে মিজানুর রহমান রানা বলেন, ‘এই কথা কে কাকে জানাইছে জানি না। বিষয়টি সম্পূর্ণ মিথ্য-ভুয়া ও বানোয়াট। আমাকে অব্যাহতি দেওয়া হয়নি বা বহিষ্কারও করা হয়নি।’জানাতে চাইলে রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সোহাগ ভাই আমাকে ফোন দিয়ে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিয়েছেন।’
প্রসঙ্গত, শনিবার রাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে পরোক্ষভাবে ছাত্রলীগ নেতা রানা জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। এ ছাত্রলীগকর্মী অনিক মাহমুদ বনিকে মারধরের ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। একই ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতিকে গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেন তারা।