দুপুরে এরশাদের জরুরি সংবাদ সম্মেলন
নিউজ ডেস্ক ::
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ভাই জি এম কাদেরকে কো-চেয়ারম্যান ঘোষণা ও এর একদিন পর রওশন এরশাদের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে তাকে (রওশন) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণার প্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন এরশাদ।মঙ্গলবার বেলা ২টায় এরশাদের বনানীর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।সংবাদ সম্মেলনে নিজ দলের সার্বিক অবস্থা নিয়ে বক্তব্য দেবেন তিনি।রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় রংপুর জেলা জাতীয় পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জি এম কাদেরকে পার্টির কো-চেয়ারম্যান ঘোষণা দেন এরশাদ।তিনি বলেন, “আজ (রোববার) থেকেই গোলাম মোহাম্মদ কাদের দলের কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। এ ছাড়া আমার অবর্তমানে দলের হালও ধরবেন তিনি।”তবে দলে কো-চেয়ারম্যানের কোনো পদ না থাকলেও আগামী এপ্রিলে যে ত্রিবার্ষিক সম্মেলন হবে সেখানে কো-চেয়ারম্যান পদ সৃষ্টি করে তা অনুমোদন করে নেওয়া হবে বলে জানান এরশাদ।এর পর সোমবার রাতে রাজধানীর গুলশানে রওশন এরশাদের বাসায় দলের একটি অংশ তাকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করে। জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু এ ঘোষণা দেন।বাবলু বলেন, “দলের সভাপতিমণ্ডলী ও সংসদ সদস্যদের যৌথসভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।”তিনি সাংবাদিকদের একটি লিখিত বক্তব্য পড়ে শোনান। তবে কোনো প্রশ্নের জবাব দেননি। রওশন এরশাদও কোনো কথা বলেননি।বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এ বৈঠক চলে।এ খবর শুনে রংপুর সফররত এরশাদ ওইদিন রাতেই একটি হোটেলে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন। এরশাদ বলেন, “রওশন এরশাদকে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন ঘোষণা করা সম্পূর্ণ অবৈধ।”ঢাকায় ফিরেই রওশনপন্থিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন এরশাদ।
সংবাদ সম্মেলনে জাপা চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ দাবি করেন, জাতীয় পার্টিকে ভাঙার চেষ্টা চলছে। এজন্য দলের আওয়ামী লীগঘনিষ্ঠ নেতাদের দিকে অভিযোগের আঙুল তোলেন তিনি।