দেবীগঞ্জে নৈশকোচ চাপায় নিহত ২
নিউজ ডেস্ক ::
জেলার দেবীগঞ্জ উপজেলায় নৈশকোচের চাপায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সোনাহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- ডোমার উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন (৩৫) ও দেবীগঞ্জ উপজেলার সোনহার এলাকার মাছ ব্যবসায়ী জাকিরুল (৪৫)। স্বপনের বাড়ি গাইবান্ধা জেলায়। তিনি নীলফামারী জেলার ডোমার উপজেলায় চাকরি করতেন।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সোনাহার এলাকা থেকে মোটরসাইকেলে করে নীলফামারী যাচ্ছিলেন স্বপন ও জাকিরুল। পথে ঢাকা থেকে দেবীগঞ্জগামী ‘মায়ের আঁচল’ নামে একটি নৈশ কোচ মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বলেন, দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নেভায়।
তিনি আরও জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।