দলের কোন্দল : ছাত্রলীগ কর্মী খুন
স্টাফ রিপোর্টার::
মঙ্গলবার সকালে প্রতিপক্ষের হামলায় আহত সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রলীগ কর্মী কাজী হাবিব মারা গেছেন। রাত সাড়ে ১১টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে বিশ্ববিদ্যালয়ের বিবিএ চতুর্থ বর্ষের ছাত্র।
কাজী হাবিব এমন একসময় নিজ দলের কোন্দলের শিকার হলেন, যখন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমণের মাত্র একদিন বাকি। যখন দলের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ঐক্যের সুবাতাস বইছে। অন্যদিকে, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সেক্রেটারি সিলেটে অবস্থান করছেন।
ছাত্রলীগ সূত্রে জানা গেছে, ছাত্রলীগের এক গ্রুপ ছেড়ে অন্য গ্রুপে যোগ দেওয়ার কারণে মঙ্গলবার সকালে হাবীবের উপর হামলার ঘটনা ঘটে। সে মহানগর সাধারণ সম্পাদক তুষার গ্রুপের কর্মী ছিলেন। সম্প্রতি তিনি গ্রুপ বদল করে ছাত্রলীগের তেলিহাওর গ্রুপে যোগ দেন। গ্রুপ বদলের দায়ে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার শিকার হন হাবীব।
আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ১১ টায় এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ বিষয়ে ছাত্রলীগ নেতাদের বক্তব্য নেয়ার চেষ্টা করা হলেও তাদের সাথে কথা বলা যায়নি।