অবশেষে জয়ের দেখা পেল জিম্বাবুয়ে
সিরিজের তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেল জিম্বাবুয়ে। বুধবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের ছুঁড়ে দেওয়া ১৮৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৫৬ রান করে থেমেছে স্বাগতিক বাংলাদেশ। হার ৩১ রানের ব্যবধানে। ফলে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ শেষে দুই দলের স্কোরলাইন দাঁড়াল ২-১। এখন শেষ ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। আর মাশরাফি বাহিনী আরেকটি হার দেখলে অমিমাংসিত থাকবে সিরিজ।
সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে তৃতীয় ম্যাচে এসে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষার পথে হেঁটেছিল বাংলাদেশ। এক ম্যাচেই অভিষেক হয় চার নতুন মুখের। সেরা একাদশে জায়গা হয় মোহাম্মদ শহীদ, আবু হায়দার রনি, মুক্তার আলি ও মোসাদ্দেক হোসেন সৈকতের। এর সাথে বিশ্রামে পাঠানো হয় ওপেনার তামিম ইকবালকে। হালকা চোট সমস্যা থাকায় মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমানরা তো স্কোয়াডেই ছিলেন না। ফলে অনেকটা কচিকাঁচার মেলা হয়ে দাঁড়ায় বাংলাদেশ দল। কিন্তু ব্যাপক পরীক্ষা-নিরীক্ষার ফাটকাটা বুমেরাং হয়েছে স্বাগতিকদের জন্য। হার দিয়ে যার মাশুল গুণতে হয়েছে।
বাংলাদেশের শুরুটাই ছিল নির্বিষ। টস জিতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে প্রথম থেকেই চেপে ধরে স্বাগতিকদের। সফরকারীরা চার ওভারের উদ্বোধনী জুটিতেই ৪৫ রান সংগ্রহ করে। এরপর হ্যামিল্টন মাসাকাদজার আউট কিংবা সাত ওভার শেষে বৃষ্টির হানা ছন্দপতন ঘটাতে পারেনি ম্যালকম ওয়ালারদের। হ্যামিল্টন মাসাকাদজার ১৪ বলে ২০, ভুসি সিবান্দার ৩৩ বলে ৪৪, রিচমন্ড মুতামবামির ১৪ বলে ২০, শন উইলিয়ামসের ২৬ বলে ৩২ এবং ম্যালকম ওয়ালারের ২৩ বলে ৪৯ রানে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৮৭ রান করে জিম্বাবুয়ে।
বাংলাদেশের সাকিব আল হাসান ৪ ওভারে ৩২ রান দিয়ে ৩টি উইকেট পান। দুটি উইকেট পান অভিষিক্ত আবু হায়দার রনি। একটি শিকার মোহাম্মদ শহীদের।