হারপিক পান করে গৃহবধূর আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:৪৫ পূর্বাহ্ণ | সংবাদটি ৪৭৮ বার পঠিত
নিউজ ডেস্ক: রাজশাহী মহানগরীর ডাঁশমারী এলাকায় পারিবারিক কলহের জের ধরে হারপিক পান করে ডলি বেগম (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
শনিবার (০৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার সোহেল রানার স্ত্রী।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সকালে স্বামীর সঙ্গে গৃহবধূ ডলি বেগমের কথা কাটাকাটি হয়। এরপর তার স্বামী বাড়ির বাইরে গেলে হারপিক পান করে অসুস্থ হয়ে পড়েন তিনি।
বিষয়টি টের পেয়ে সোহেল রানার পরিবারের অন্যান্য সদস্যরা ডলিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি হুমায়ন কবির।